Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় হত্যকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় নড়াইল আদালত সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সহ¯্রাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন ও নিহত চেয়ারম্যান পলাশের বড় ভাই ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু। এদিকে, গত রোববার দুপুর ২ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে সহ¯্রাধিক নারী পুরুষের অংশগ্রহণে একটি বিরাট বিক্ষোভ মিছিল উপজেলার ল²ীপাশা মোল্যার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মনিউর রহমান জিকু, ইতনা ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান টগর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ