Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় কবি শাহীন রেজার চার বই

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: বই মেলায় কবি ও চিত্রনির্মাতা শাহীন রেজার ৪টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে দুটি কবিতার, একটি গল্পের এবং বাকিটা ছড়ার। কবিতার বই ‘না ক্রোধ না অগ্নি’ প্রকাশ করেছে শিকড় প্রকাশনী এবং ‘নারীকাব্য’ প্রকাশিত হয়েছে ত্রয়ী প্রকাশন থেকে। গল্পের বই ‘বৃষ্টি আকাশ এবং একটি দুপুরের গল্প’ প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী এবং ছড়াগ্রন্থ ‘ছড়াগুচ্ছ’ প্রকাশিত হয়েছে শিশুকানন থেকে। আশির দশকের অন্যতম কবি শাহীন রেজার এ যাবৎ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭। মূলত কবি হলেও সাহিত্যের বিভিন্ন শাখাতে রয়েছে তার সরব পদচারনা। তিনি দৈনিক মুক্ততথ্য এবং তারুণ্যের কাগজ ‘বৈচিত্র’ এর সম্পাদক। কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’ সম্পাদিত হচ্ছে তার নেতৃত্বে। কিছু নাটক এবং একটি চলচ্চিত্র নির্মান করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ