Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নন্দিনীর রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম স্বপনে গাঁথা রবে

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সঙ্গীতশিল্পী নন্দিনীর ‘স্বপনে গাঁথা রবে’ শিরোনামে রবীন্দ্র সঙ্গীতের নতুন অ্যালবাম প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব। নন্দিনীকে আশীর্বাদসহ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাদী মোহাম্মদ। জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ওস্তাদ হিমাদ্রি শেখর তালুকদার এবং মাই টিভির শব্দ প্রকৌশলী পুলক বড়ুয়া। সাদী মোহাম্মদ বলেন, নন্দিনীর কণ্ঠে একটা আবেশ আছে। এটি প্রথম অ্যালবাম হলেও নন্দিনী যতটা ভালো এবং স্বতঃস্ফূর্তভাবে গেয়েছে ততোটা বোধ হয় আমিও আমার প্রথম অ্যালবামে গাইতে পারিনি। শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, আমি প্রচুর গান শুনি এবং গানকে ভালোবাসি। নন্দিনীর গান শুনে মনে হয়েছে গানগুলো বরেণ্য কোনো শিল্পীই গাইছেন। আমি ওর গায়কীতে মুগ্ধ। সঙ্গীত পরিবারে জন্ম নেয়ার সুবাদে ছোটবেলা থেকেই গানের সাথে বেড়ে ওঠে নন্দিনী। সেই ধারাবাহিকতায় রেজওয়ানা চৌধুরী বন্যা পরিচালিত ‘সুরের ধারার’-তে রবীন্দ্র সঙ্গীতের শিক্ষার্থী ছিলেন নন্দিনী। প্রায় দেড় দশক সঙ্গীত শিক্ষা লাভের পর প্রথমবারের মতো রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করলেন রবীন্দ্র সঙ্গীতের সম্ভাবনাময় এ কণ্ঠশিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ