Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন দুই ধারাবাহিকে বাঁধন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: নির্মাতারা বাঁধনকে যে কলটাইম দেন ঠিক সেই কলটাইমেই তিনি সেট-এ পৌঁছান। যে কারণে বাঁধনের সেট-এ আসা নিয়ে কখনোই নির্মাতাকে উদ্বিগ্ন থাকতে হয় না। বাঁধনের মতে, কলটাইমের প্রতি শ্রদ্ধা এবং সচেতনতা আমার সবসময়ই ছিলো, আছে এবং আজীবন থাকবে। একজন শিল্পীকে শুধু অভিনয়েই মনোযোগী হলে চলেনা, তার আশেপাশের অনেক কিছু ভাবনায় রাখতে হয়। অভিনয় জীবনের শুরু থেকেই বাঁধন তার কর্মক্ষেত্রে ভীষণ সিরিয়াস। বাঁধনের কর্তব্য পরায়ণতা, অভিনয়ের প্রতি আন্তরিকতা যেমন প্রশংসনীয়, তেমনি সহশিল্পীদের সঙ্গে সুন্দর সম্পর্কও বিদ্যমান। দর্শক, নির্মাতা এবং সহশিল্পীদের ভাষ্যমতে বাঁধন আগের চেয়ে এখন অভিনয়ও বেশ ভালো করছেন। সবসময়ই বাঁধন একটু বেছে কাজ করার চেষ্টা করেন। সেই চেষ্টার ধারাবাহিকতায় নতুন দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। একটি জুয়েল মাহমুদের ‘ওয়ান ওয়ে’ এবং অন্যটি মাসুদ সেজানের ‘খেলোয়াড়’। দুটি নাটকের গল্পের শুরুটা তাকে নিয়ে। ‘ওয়ান ওয়ে’ নাটকের গল্পটা শুরু হয় বাঁধনের স্বামী মারা যাবার ঘটনা দিয়ে। অর্থাৎ বাঁধনের বিধাব হবার মধ্যদিয়ে ‘ওয়ান ওয়ে’ ধারাবাহিকের গল্প শুরু। অন্যদিকে ‘খেলোয়াড়’ নাটকের গল্প শুরু হয় ঢাকায় পড়াশোনানারত একজন ছাত্রীর ছাত্রী নিবাসে থাকার সংগ্রামী জীবনের গল্প নিয়ে। দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘দুটি নাটকের গল্পের শুরুটা আমাকে নিয়ে। নিঃসন্দেহে মাসুদ সেজান ভাই, জুয়েল মাহমুদ ভাই দু’জনই গুণী নির্মাতা। দু’জনের নির্দেশনাতে কাজ করে ভালো লেগেছে। জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি বেশকিছু ভালো ভালো নাটকে কাজ করেছি। বিশেষ করে আমার সন্তান হবার পর তিনিই আমাকে প্রথম ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছিলেন। নাটকটির নাম ‘আকাশ মেঘে ঢাকা’। ‘খেলোয়াড়’ নাটকে বাঁধনের সহশিল্পী চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী প্রসঙ্গে বাঁধন বলেন,‘ চঞ্চল ভাই অনেক বড় মাপের একজন অভিনেতা। অভিনয়ে তার অনেক প্রাপ্তি আছে। তার তুলনায় আমি তেমন কিছুই নই। কিন্তু এতো বড় মাপের একজন অভিনেতা হয়েও তিনি এতো বেশি আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ যে ভাবাই যায়না। তারসঙ্গে অভিনয়ের সময় মনেই হয়না যে এতো গুনী একজন শিল্পীর সঙ্গে অভিনয় করছি।’ জুয়েল মাহমুদের ‘ওয়ান ওয়ে’ এবং মাসুদ সেজানের ‘খেলোয়াড়’ শিগগিরই দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ