Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা অবরোধ

আশুগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের বদলি প্রত্যাহারের দাবি

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশুগঞ্জ (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা নিবার্হী অফিসার আমিরুল কায়ছারের বদলির আদেশ বাতিলের দাবিতে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা অবরোধ করেছে বিক্ষোভ করেছে আশুগঞ্জবাসী। এই সময় মহাসড়কের দুই পার্শ্বে র্দীঘ ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ২২ ফেব্রæয়ারি আশুগঞ্জ থেকে বান্দরবান পাবর্ত্য জেলার আলী কদম উপজেলায় শাস্তিমুলক বদলি করা হয়। এই বদলির প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় উঠে। সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ডজন সামাজিক ও সংস্কৃতি সংগঠন মহাসড়কের দু‘পাশে দীর্ঘ মানবন্ধনে যোগ দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বও এলাকা অবরোধ করে। এই সময় প্রায় এক ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। এসময় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. সালাহ্ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ জসিদ উদ্দিন, মুক্তিযোদ্বা জাহাঙ্গীর খন্দকার প্রমুখ। এসময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা মানববন্ধনে অংশ গ্রহন করে আগামী দিনে আইনশৃঙ্খলা কমিটি সভা বর্জন করার ঘোষণা দেয়। পাশপাশি বক্তারা অবিলম্বে বদলির আদেশ বাতিল করা না হলে স্বারকলিপিসহ কঠোর কমসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ