বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাতে বইয়ের কোন বিকল্প নেই। বই শিক্ষার্থীদেরকে জ্ঞান পিপাসু করে তুলতে পারে। তাই বেশি বেশি বই পড়তে হবে। জ্ঞান অর্জন করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র। তিনি শনিবার রাতে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে জ্ঞানের আলো ট্রাস্ট এর অর্থায়নে প্রশাসন আয়োজিত চার দিন ব্যাপী অষ্টম গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এইচ টি ইমাম বলেন, গ্রন্থমেলার আয়োজন শিক্ষার্থীদের বই কেনা ও পড়ায় আগ্রহী করে তোলে। একই সঙ্গে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “ফাগুনের আবাহনে” পত্রস্থ শিশু-কিশোরদের লেখাগুলো পরবর্তী সময়ে তাদেরকে আরো লেখা-লেখিতে উৎসাহিত করবে। তিনি গ্রন্থমেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান। প্রধান অতিথি অনুষ্ঠানে জ্ঞানের আলো ট্রাস্ট থেকে নির্বাচিত ৪০ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করেন। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা অনুদানে ২০১১ সাল থেকে উল্লাপাড়ায় গ্রন্থমেলার আয়োজন করে আসছে উপজেলা প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।