Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিংকি’র প্রথম মৌলিক গান দেখা হবে

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পিংকি। নিজের নতুন একক গান নিয়ে আসছেন এই সম্ভাবনাময় কণ্ঠশিল্পী। গানের শিরোনাম ‘দেখা হবে’। গানটি লিখেছেন গোলাম কবির রনি, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। মালয়েশিয়া ও নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর খান। এতে মডেল হয়েছেন পিংকি ছেত্রী ও তার বোন প্রিয়া ছেত্রী। এর আগে একাধিক মিক্সড অ্যালবামে অন্যের গান গাইলেও নিজের মৌলিক গান নিয়ে প্রথমবারের মতো হাজির হচ্ছেন পিংকি। তাই অনেকটা আবেগ আপ্লুত এই কন্ঠশিল্পী। পিংকি বলেন, একজন সংগীতশিল্পী হিসেবে সবার যেমন ইচ্ছে থাকে নিজের গান দিয়ে মানুষের মনে থাকা, নিজের চিন্তা, ভাবনা, অনুভূতিগুলো গানের মাধ্যমেই শ্রোতাদের কাছে তুলে ধরা। সেই চিন্তা থেকেই অনেকটা সময় নিয়ে, যতœ নিয়ে, অনেক পরিশ্রম করে ‘দেখা হবে’ গান এবং গানটির ভিডিও করেছি। আমার নতুন এই গান শ্রোতা-দর্শকদের আনন্দ দিবে বলে আমার বিশ্বাস। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউবে গানটি প্রকাশ করেছে। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং ইয়ন্ডার মিউজিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ