Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী রেলস্টেশনে আগুন

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী রেলওয়ে স্টেশনের লাইটিং শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সামান্য ক্ষয়-ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজশাহী সদর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর কর্মীরা সময়মত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার টাকার বিভিন্ন মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রাজশাহী রেলওয়ে স্টেশনের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী এহসান আলী জানান, অগ্নিকাণ্ডের সময় ওই অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিল না। তাই কেউ আহত হননি।
তবে অফিসে থাকা মূল্যবান কাগজপত্র ও আসবাব আগুনে পুড়ে গেছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ