বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজান উপজেলা সংবাদদাতা : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের উরকিরচরের জিয়াবাজার এলাকায় মঙ্গলবার বিকেলে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টুকটুকি উল্টে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নামের এক ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় টুকটুকি ও সিএনজি অটো অটোরিকশার কমপক্ষে ৭-৮জন যাত্রী কমবেশি আহত হয়েছে। নিহত ছাত্রের বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়,তার পিতার নাম মো. খায়রুল বাশার। এই ঘটনায় শোক পালন হিসেবে বুধবার চুয়েটের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। চুয়েটের ছাত্র ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে চুয়েট গেইট থেকে টুকটুকি গাড়িটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। টুকটুকিটি সড়কের জিয়াবাজার এলাকায় পৌঁছলে অপরদিকে আসা একটি সিএনজি অটো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো অটোরিকশাটি পাশে উল্টে না গেলেও টুকটুকিটি উল্টে যায়। এতে টুকটুকিতে থাকা যাত্রী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম গাড়ীর নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত সিয়ামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যা ছয়টার দিকে মারা যান তিনি। এই ঘটনায় উভয় গাড়ীর ৭-৮ জন যাত্রী কমবেশি আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার চুয়েটে শোক পালনের অংশ হিসেবে নিয়মিত ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল বলে জানান চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।