বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি নির্বাচনে আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিসি বলেন, রোববার আবার জামিন শুনানি হবে। কালকে তিনি জামিন পাবেন কি পাবেন না, এটি আদালতের বিষয়। আমরা কিছু জানি না। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা এটিও তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে তারা নির্বাচনে আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝড়া কলেজমাঠে ভাকুর্তা, আমিনবাজার এবং তেঁতুলঝড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, ‘দুদকের আইনজীবীর হাতে জামিনের আবেদনের সার্টিফাই কপি যদি সময়মতো সরবরাহ করা হতো তাহলে বৃহস্পতিবারই তিনি জামিন পেতেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে খালেদাকে তারা (বিএনপি) জেলখানায় থাকার ব্যবস্থা করেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।