প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ছোট পর্দায় শুধু যে ‘দশ কা দাম’ রিয়েলিটি শোয়ের নবম মৌসুম উপস্থাপনা করছেন তা নয়, বলিউড তারকা সালমান খান নতুন একটি শো প্রযোজনারও প্রস্তুতি নিচ্ছেন। এটি অবশ্য প্রযোজক হিসেবে তার প্রথম উদ্যোগ নয়। তিনি এর আগে কুস্তি নিয়ে একটি সিরিয়ালের ঘোষণা দিয়েছেন। এবারের সিরিয়ালটি পুলিশ সদস্যদের নিয়ে একটি ড্রামা।
তার এই নতুন প্রয়াসটি নিয়ে তেমন কিছু জানা না গেলেও জানা গেছে এটি মুম্বাইয়ের পুলিশদের জীবন আর জীবনধারা নিয়ে নির্মিত হবে। এর কেন্দ্রীয় চরিত্রটি একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের। এখন সিরিয়ালটির কাস্টিং প্রক্রিয়া চলছে। সব ঠিকঠাক মত এগোলে এই বছরের শেষেই সিরিয়ালটির নির্মাণ শুরু হবে। এটির নাম এখনও নির্ধারণ করা হয়নি। উল্লেখ্য সালমান ‘দাবাঙ’ চলচ্চিত্র সিরিজেও চুলবুল পােন্ড নামে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।
এর মধ্যে সালমান ‘দশ কা দাম’ রিয়েলিটি শোয়ের কাজও চালিয়ে যাবে।
সালমান এছাড়াও গামা পালোয়ানকে নিয়ে একটি টিভি শো নির্মাণ করবেন। গামা পালোয়ান ওরফে গুলাম মোহাম্মদ বক্শ তার ৫০ বছরের মল্লযুদ্ধের ক্যারিয়ারে অপরাজিত ছিলেন। সালমানের ছোটভাই সোহেল খান এই সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করবেন। এটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। একটি পাইলট পর্বের কাজ শেষ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।