Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান প্রেমীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:৩০ পিএম

পাকিস্তান প্রেমীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের হাতে যারা বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল, তাদের যেন জাতি কোনো সময় ক্ষমা না করে। মুক্তিযোদ্ধা পরিচয় দিতে সংকোচ হয়, দেশে এমন পরিস্থিতি যেন আবার ফিরে না আসে। এছাড়া ইংরেজিতে রায় লিখলে সবার কাছে তা বোধগম্যও হয় না।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার উন্নয়নে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখানে বাংলা ভাষা শেখার ব্যবস্থা থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, দাওয়াত কার্ডও এখন ইংরেজিতে লেখা হয়। এটা কেন লিখতে হবে? ইংরেজি ভাষাভাষীর জন্য সেটা হতে পারে। তবে আমাদের দেশে বিয়ের কার্ড কেন ইংরেজি ভাষায় লিখতে হবে? এর মধ্যে তো কোনো আলাদা মর্যাদা নেই।

শেখ হাসিনা বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অন্য ভাষাও শিখতে হবে। আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ বাড়াতে এটা জরুরি। এই সময়ে যে যত বেশি ভাষা শিখতে পারে তার জন্য তত ভালো। তবে সবার আগে ভালোভাবে বাংলা ভাষা শেখাটা জরুরি। আগে যারা ইংরেজি শিখতো না তারা এখন এ ভাষা শিখতে আগ্রহ দেখাচ্ছে। বাংলাকে প্রাধান্য দিয়ে সেক্ষেত্রে আমরা অন্য ভাষার চর্চা করবো। ইংরেজি ভাষার অনেক শব্দও তো আমরা বাংলা ভাষায় গ্রহণ করেছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ আসার পরই বাংলা আন্তর্জাতিক রাষ্ট্রভাষার মর্যাদা পায়। আর ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তা প্রকাশের পথ দেখিয়েছিলো। আমাদের প্রতিটি অর্জনের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। অন্য ভাষাও চর্চা করতে হবে কিন্তু মাতৃভাষার মর্যাদাও দিতে হবে। উচ্চ আদালতে বাংলা চর্চা করা প্রয়োজন। মাতৃভাষা চর্চার শিক্ষা পরিবার থেকে নিশ্চিত করতে হবে।

 



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫২ পিএম says : 0
    আমি প্রথমেই ইনকিলাব পত্রিকার অন-লাইন সম্পাদককে জানাই অসংখ ধন্যবাদ। তিনি আমার প্রচুর মন্তব্য এই পাকিস্তানি প্রেমীকদের নিয়ে লিখা পত্রিকায় এসেছে। বহুদিন পর স্বয়ং প্রধানমন্ত্রী প্রকাশ্যে বললেন এই সব পাকিস্তানি প্রেমীকদেরকে পরাজিত করতে হবে। এটা যদি আমাদের পূর্বসূরি ’৭২ সালে করতেন (সেটাই ছিল সহজ পদ্ধতী) তাহলে আজ আমাদেরকে ’৭৫ দেখতে হতোনা এবং আজকের এই অবস্থার সৃষ্টি হতোনা। তাও ভাল দেরিতে হলেও শুভকাজ শুরু করেছেন জননেত্রী শেখ হাসিনা জাতীর জনকের হত্যার বিচারের মধ্যমে এবং এখনও তিনি শেষ করতে পারেননি এটাই সত্য। আর দেশ থেকে যদি পাকিস্তানের প্রেতাত্মা বিদায় না করা যায় তাহলে আমাদের দেশের কল্যাণ কখনো হবে না এটাই সত্য। তাই এদেরকে চিরতরে শেষ করতে হবে এবং এদের দ্বারা প্রনিত যত মনগড়া ইতিহাস রচিত হয়েছে সেইসব রচিতাদের দিয়ে তাদের বক্তব্য পাটানো দরকার নয়ত ইতিহাস আবার এসব মিথ্যা কথা তাদের হাতিয়ার হয়ে উঠতে পারে। আল্লাহ্‌ সর্বদা যারা আল্লাহ্‌র কথা মত সৎকাজ করেন তাদেরকে পুরুষ্কৃত করেন এটাই একালেও প্রয্যোজ্য; এটাই সত্য। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ