Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যানি বয়েল বন্ড ২৫ পরিচালনা করবেন

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্লামডগ মিলিয়নেয়ার পরিচালনার জন্য খ্যাত ড্যানি বয়েল পরবর্তী ‘জেমস বন্ড’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন। তিনি প্রথমে উলে­খিত চলচ্চিত্রটির জন্য ২০০৯ সালে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে অস্কার জয় করেন। এছাড়া তিনি নন্দিত ‘ট্রেইনস্পটিং’ এবং হান্ড্রেড টোয়েন্টিসেভেন আওয়ার্স চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন। জানা গেছে বন্ড সিরিজের আগামী পর্ব নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠান এবং এমজিএম স্টুডিওসের সবচেয়ে আকাঙ্ক্ষিত পরিচালক তিনিই। উলে­খ্য স্টুডিও অনেক আগে থেকেই তাকে সঙ্গে নিয়ে সিরিজটির চলচ্চিত্র নির্মাণ করতে চেয়ে এসেছে। সর্বশেষ দুই পর্ব স্কাইফল এবং স্পেক্টার পরিচালনা করার জন্য তাকেই প্রথমে বিবেচনা করা হয়েছিল; পরে দুটি ফিল্মই পরিচালনা করেন স্যাম মেন্ডিস। বয়েল নিজেও বন্ড সিরিজে সংশ্লিষ্ট হতে চেয়েছেন। বয়েল সর্বশেষ পরিচালনা করেছেন ১৯৯৬ সালের প্রশংসিত ‘ট্রেইনস্পটিং’ ফিল্মের সিকুয়েল টিট। জানা গেছে বন্ড ২৫ পরিচালনার জন্য বিকল্প হিসেবে ‘হোয়াইট বয় রিক’ পরিচালক ইয়ান ডিমাঙ্গের কথা ভাবা হচ্ছে। স¤প্রতি ডানকার্ক পরিচালক ক্রিস্টোফার নোলান বন্ড চলচ্চিত্র পরিচালনার গুজব বাতিল করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ