Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাক প্যান্থার

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

'ক্রিড' (২০১৫) ফিল্মের জন্য খ্যাত রায়েন কুগলার পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ব্ল্যাক প্যান্থার'। 'ফ্রুটভেল স্টেশন' (২০১৩) কুগলার পরিচালিত আরেক চলচ্চিত্র। ব্ল্যাক প্যান্থার' মারভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) অষ্টাদশ চলচ্চিত্র।
'ক্যাপ্টেন অ্যামেরিকা : সিভিল ওয়ার' কাহিনীতে বাবার মৃত্যুর পর ট'চালা (চ্যাডউইক বোসম্যান) এখন আফ্রিকার অতি-উন্নত ওয়াকান্ডা রাজ্যের রাজা, এই রাজ্য বাকি বিশ্বের চোখের আড়ালে রয়ে গেছে অনেক শতাব্দী ধরে। রাজত্ব নিয়ে যদি কোনও প্রতিদ্ব›দ্বী সৃষ্টি হয় তাকে তার বø্যাক প্যান্থারের ক্ষমতা ত্যাগ করে মোকাবেলা করতে হয়। তার প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ ছোট বোন শুরি (লেটিশিয়া রাইট) আর দেহরক্ষী ওকোয়েকে (দানাই গুরিরা) নিয়ে এবার তাকে মোকাবেলা করতে হবে ইউলিসেস ক্লাউকে (অ্যান্ডি সার্কিস)। ইউলিসেস বাইরের দুনিয়া একমাত্র মানুষ যে ওয়াকান্ডা থেকে জীবিত পালিয়ে আসতে পেরেছে। সে ভাইব্রেনিয়ামের শক্তি ব্যবহার করে দুনিয়াকে শাসন করতে চায়। তার সঙ্গে আছে মার্কিন এজেন্ট এভারেট কে. রস (মার্টিন ফ্রিম্যান)। এরা ট'চালার কাছে তেমন কিছু নয়। কিন্তু এরিক কিলমঙ্গার (মাইকেল বি. জর্ডান) নামে এক ওয়াকান্ডা রাজ পরিবারে সদস্য তার প্রতিপক্ষে পরিণত হয় দ্ব›দ্ব এক নতুন মাত্রা পায়।

হলিউড শীর্ষ পাঁচ
১ বø্যাক প্যান্থার
২ পিটার র‌্যাবিট
৩ ফিফটি শেডস ফ্রিড
৪ দ্য ফিফটিন : সেভেন্টিন টু প্যারিস
৫ জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ