Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা পরিচয়ে ছিনতাই

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ছাত্রলীগ নেতা পরিচয়ে এক আওয়ামী লীগ নেতা ও সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত মঙ্গলবার রাতে নগরীর আন্দরকিল্লায় সিটি কর্পোরেশন অফিসের সামনে এই ছিনতাইয়ের শিকার হন চসিকের সাবেক কাউন্সিলর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আওয়ামী লীগ নেতা এম এ নাসের।
তিনি জানান, রিকশায় জামালখান থেকে হাজারী লেইনে যাচ্ছিলেন। নগর ভবনের গেইট অতিক্রমের পর ঢালু রাস্তায় পেছন থেকে একটি রিকশা এসে ওই রিকশার গতিরোধ করে। পেছনে আরও একটি রিকশা এসে থামে। দুটি রিকশায় চারজন ছিল। একজন সামনে এসে নিজেকে সিটি কলেজ ছাত্রলীগের নেতা ও ছাত্রসংসদের জিএস পরিচয় দেয়।
তার এক বন্ধু অসুস্থ বলে চিকিৎসার জন্য টাকা দাবি করে। টাকা দেওয়ার জন্য মানিব্যাগ বের করলে সে কেড়ে নেয়। মানিব্যাগে পাঁচ হাজার ২০০ টাকা ছিল। পাঁচ হাজার টাকা নিয়ে ২০০ টাকা আমাকে ফেরত দেয়। এরপর আমার মোবাইলও কেড়ে নেয়। তখন বুঝতে পারি তারা ছিনতাইকারী। টাকা ও মোবাইল কেড়ে নিয়ে রিকশা দুটি দ্রæতবেগে আন্দরকিল্লা পার হয়ে যায়। তিনি বিষয়টি কোতয়ালী থানাকে মৌখিকভাবে অবহিত করলে এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে যান। উল্লেখ আন্দরকিল্লা মোড়সহ নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকায় এভাবে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন রিকশা আরোহী ও পথচারীরা। ছিনতাইকারীদের হাতে অনেকে আহতও হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ