Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে বিদেশী নাগরিক

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ফের ছিনতাইকারীর কবলে পড়েছেন এক বিদেশী নাগরিক। নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে গতকাল (বুধবার) সকালে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার জুলিয়াস ডেভিস ব্রিটিশ নাগরিক। তিনি চট্টগ্রামের এশিয়া ইউনির্ভাসিটি ফর উইমেনের শিক্ষিকা। জানা যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে তিনি খুলশীর বাসা থেকে তার বাবাকে নিয়ে রিকশায় ঘুরতে বের হন। সকাল পৌনে আটটায় তাদের রিকশাটি মহিলা কলেজের মোড়ে আসতেই একটি অটোরিকশা থেকে তার ব্যাগটি টেনে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে ক্যামেরাসহ মূল্যবান কাগজপত্র ছিল। এই ঘটনার পর ওই শিক্ষিকা পিতাকে নিয়ে থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। থানায় সকাল দশটায় মামলা রের্কড হওয়ার পর তা তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। থানার ওসি শেখ নাসির উদ্দিন সন্ধ্যায়ও এই ধরনের কোন ঘটনা বলে দাবি করেন। পরে ডিবি পুলিশের তদন্তের বরাদ দিয়ে এবিষয়ে জানতে চাইলে ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ এর আগেও ওই বিশ্ববিদ্যালয়ের এক মার্কিন শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হন খুলশী থানা এলাকায়। পরে অবশ্য তার মালামাল উদ্ধার করে পুলিশ। এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনের বিদেশী শিক্ষকদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী খুলশী এলাকায় বসবাস করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ