Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমের আগেই পাকবে কাঁঠাল

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : আমাদের জাতীয় ফল কাঁঠাল। ছোট-বড় প্রায় সকল মানুষের প্রিয় ভিটামিনে ভরপুর রসালো মিষ্টি সুস্বাদু একটি ফল। কাঁঠাল চিনে না, খায়না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। দেশের প্রতিটি অঞ্চলে কাঁঠাল পাওয়া যায়। এটি একটি গ্রীষ্মকালীন ফল।
কাঁঠাল কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া গেলেও পাকা কাঁঠালের কদরটাই বেশী। কাঁঠালের ওষধি গুণাগুনও রয়েছে বেশ। পাকা কাঁঠালের সাথে মুড়ি, পাকা কাঁঠালের জুস দুধের সাথে মিশিয়ে খেলে এ স্বাদের কোন জুড়ি নেই। কাঁচা কাঁঠালের কোনো অংশই ফেলে দেবার নয়। প্রতিটি অংশই বিভিন্ন প্রক্রিয়ায় রান্না করে খাওয়া যায়। আবার পাকা কাঁঠালের বিচি (দানা) ভেজে ও রান্না করে খাওয়া যায়। সাধারণত ফাগুন মাসের প্রথম সপ্তাহ থেকে কাঁঠাল গাছে ফুল ও মুছি আসা শুরু হয়। আর জৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে ফল পাকতে থাকে আষাঢ় মাস পর্যন্ত।
ফাগুন মাসের প্রথম সপ্তাহ থেকে গাছে ফল আসার কথা থাকলেও ব্যতিক্রমটি হয়েছে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামে দৈনিক ইনকিলাব পত্রিকার ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা মোঃ আনিস উর রহমান স্বপনের নিজ বাড়িতে। পৌষ মাসের মাঝামাঝি থেকে গাছে ফল আসা শুরু হয়েছে। বর্তমানে কাঁঠাল বড়ও হয়েছে বেশ। আর ক,দিন গেলেই পাকতে শুরু করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ