Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তে মিলেছে আলামত !

রূপালী ব্যাংক মহাস্থান শাখার লুটপাটে উর্ধ্বতনরাও জড়িত

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


মহসিন রাজু, বগুড়া থেকে ঃ রুপালী ব্যাংক বগুড়ার মহাস্থান শাখার কোটি কোটি টাকা অর্থ লোপাটের ঘটনায় শুধু মাত্র পলাতক ম্যানেজার জোবায়েনুর রহমান একাই জড়িত ছিলেন না; বরং রাজশাহী বগুড়া ও পাবনাকে নিয়ে গঠিত রাজশাহী জোনের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাও এই বিষয়টি জানতেন এবং এই বিপুল পরিমাণে অর্থ লোপাটের সুবিধা তারাও নিয়েছেন, এ ব্যাপারে চলমান একাধিক তদন্ত টিমের প্রাথমিক অনুসন্ধানে তার স্পষ্ট আলামত মিলেছে । ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইতোমধ্যেই ১জন এজিএম, ১ জন এসপিওসহ পিও পদ মর্যাদার ৫ কর্মকর্তাকে কর্তৃপক্ষ সাময়িক ভাবে বরখাস্ত করেছে। এ নিয়ে এই ঘটনায় ম্যানেজারসহ বরখাস্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে । বরখাস্তের তালিকায় রয়েছেন আরও ৩ জন । এদিকে রুপালী ব্যাংক মহাস্থান শাখার কোটি কোটি টাকার গ্রাহক আমানত লুটের ঘটনার প্রতিবাতে ১৯ ফেব্রæয়ারী ব্যাংক সংলগ্ন মহাস্থান হাটে একটি মানববন্ধনের ঘটনা ঘটেছে । ওই মানব বন্ধনে অংশ নেয়া অনেক গ্রাহক তাদের একাউন্টের টাকা লুট হয়ে যাওয়া টাকা ফেরত পাবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ।
এদিকে ব্যাংক সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র ইনকিলাবকে জানিয়েছে, রুপালী ব্যাংকের রাজশাহী জোনের শাখাগুলোর মধ্যে অনেক গুলো শাখাতেই গত কয়েক বছরে নামে বেনামে এসএমই লোনের যথেচ্ছা চারের মাধ্যমেও লোপাট করা হয়েছে কোটি কোটি টাকা । এক্ষেত্রে এসএমই লোনের নীতিমালার মধ্যে থাকা বাধ্যতা মুলক
মর্টগেজ থাকার বিধান মানার নামে ৩০/ ৪০ বা ৫০ হাজার টাকা মুল্যের ৫ শতাংশ জমিকে মর্টগেজ দেখিয়ে পাইকারী হারে লোন দেওয়া হয়েছে ৫ লাখ টাকা করে । সল্প পুঁজির ব্যবসা বাণিজ্য উন্নয়নে নয় বরং অর্থলোপাটের অসৎ উদ্দেশ্যকে সামনে রেখেই তা করা হয়েছে বলে সূত্রটির অভিমত। এ ব্যাপারে মন্তব্যের জন্য ব্যাংকটির রাজশাহী বিভাগীয় কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা আগামী রোববার অফিস সময়ের মধ্যে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ