Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে প্রাচীন যুগের অস্ত্র নিয়ে হুলস্থুল

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহের পল্লী থেকে প্রাচীন যুগে তৈরী একটি বৃহৎ আকারের অস্ত্র নিয়ে হুলস্থুল কান্ড ঘটে যাচ্ছে। লোহার তৈরী অস্ত্রটি উদ্ধারের পর থেকেই দুর দুরান্তের মানুষ দেখতে আসছে। উৎসুক মানুষের ভীড় সামলাতে অবশেষে পুলিশ গতকাল বুধবার দুপুরে অস্ত্রটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। আর এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে। বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই মকলেছুর রহমান জানান, মঙ্গলবার ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল বিশ্বাস পাকা বাড়ি করার জন্য রাজমিস্ত্রিরা মাটি খনন করছিলো। এ সময় তারা মাটির ১০ ফুট গভীরে এই অস্ত্রটি আবিস্কার করে এবং বাড়ির মালিককে দেয়। প্রথমে উদ্ধারকৃত বস্তুটি জমির সীমানা পিলার বলে মনে করা হলেও আসলে সেটি প্রাচীন যুগের অস্ত্র হতে পারে বলে ধারণা করেন এএসআই মকলেছুর রহমান। তিনি আরো বলেন, এই বস্তুটির গাঁয়ে ইংরেজিতে সিসি কথাটি লেখা আছে। অজ্ঞাত লোহার এমন বস্তু উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে। খবর পেয়ে নিকটস্থ বংকিরা পুলিশ ফাড়ির এএসআই মকলেছুর রহমান উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত সাজ্জাদ রায়হান জানান, এক মাথা ফলা আকৃতির এই লোহার বস্তুটি প্রায় সাড়ে ৫ ফুট লাম্বা এবং ৩০ কেজি ওজন হবে। বাড়িটি তার মামাদের বলে রায়হান জানান। গ্রামবাসি ফজলুর রহমান জানান, কোন আমলের মানুষ এমন অস্ত্র ব্যবহার করতো তা তদন্ত করলেই উদ্ধারকৃত বস্তুটির নাম পরিচয় পাওয়া যাবে। তবে গ্রামবাসি উদ্ধারকৃত বস্তুটি প্রত্মতাত্তিক বিভাগে জমা দেওয়ার দাবী করেছেন। বিষয়টি নিয়ে নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, লোহার তৈরী একটি বস্তু বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি দিয়ে গেছে। সেটি অস্ত্র বলে মনে হচ্ছে না। এ বিষয়ে একটি জিডি হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ