Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দাম্ভিকতা পরিহার করে সংলাপের উদ্যোগ নিন মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দাম্ভিকতা পরিহার করে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহŸান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অহংকার, দাম্ভিকতা বাদ দিয়ে দেশকে রক্ষা করার জন্যে, এই সংকট কাটিয়ে উঠবার জন্যে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। আগামীতে যাতে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে তার ব্যবস্থা করুন। গতকাল (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় দলের মহাসচিব এই আহŸান জানান। গণভবনে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘শিষ্টাচারবিবর্জিত’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী যখন কথা বললেন, তার স্বরের মধ্যে, তার সুরের মধ্যে, তার কথার মধ্যে, তার ভাষার মধ্যে আমরা সেই একনায়কের ভাষা শুনতে পেলাম, একনায়কের চেহারা দেখতে পেলাম। আমরা সেই অহংকার দেখতে পেলাম, আমরা সেই দাম্ভিকতা দেখতে পেলাম। জনগণের জন্য যে শ্রদ্ধাবোধ, মানুষের জন্য যে ভালোবাসা, মানুষের কল্যাণের জন্য যে বডি ল্যাংগুয়েজ সেটা আমরা দেখতে পেলাম না। একজন নেত্রী যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন, দেশের তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, যিনি জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি তার সম্পর্কে যে কথাগুলো আপনি (প্রধানমন্ত্রী) বলছেন, এটা কোনো রাজনীতির ভাষায় আছে আমি জানি না। উনি তো একজন, মহিলা আরেক মহিলা তার সম্পর্কে এভাবে কথা বলা কোন ধরনের শিষ্টাচার আমার জানা নেই। এটা সারাদেশের মানুষকে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত করেছে। তিনি বলেন, জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনোভাবে সংশ্লিষ্টতা নেই। তাকে অন্যায়ভাবে জোর করে সাজা দেওয়া হয়েছে।
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির নিতাই রায় চৌধুরী, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জাগপা‘র রেহানা প্রধান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, বেলাল আহমেদ, এম অহিদুর রহমান ও ফরিদ উদ্দিন বক্তব্য দেন।
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত একটি মানববন্ধন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সরকারের উদ্দেশ্য একটাই, নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং আগামী নির্বাচনে যাতে তিনি ও তার দল বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তি যাতে অংশ নিতে না পারে। এই চক্রান্তের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সৃষ্টি করে তাকে মুক্ত করে আনতে হবে। তার মুক্তির জন্য সকলে সোচ্চার হোন। সংগঠনের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও শামীমুর রহমান শামীমের পরিচালনায় এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আখতার হোসেন খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শওকত মাহমুদ, এম আবদুল্লাহ, ডক্টরস অ্যাসোসিয়েশনের একেএম আজিজুল হক, এজেডএম জাহিদ হোসেন, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামসুল আলম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে পেশাজীবী নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন গাজী, প্রফেসর সিরাজউদ্দিন আহমেদ, আবদুল হালিম ডোনার, প্রফেসর খলিলুর রহমান, প্রফেসর মামুন আহমেদ, সাংবাদিক এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান, কাদের গনি চৌধুরী, প্রফেসর রফিকুল ইসলাম ও জাহানারা বেগম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ