Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মোঃ ওসমান গনি মোহাম্মদপুরস্থ তাজমহল রোড খেলার মাঠ ও তাজমহল পার্কের আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। র“ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন” প্রকল্পের অধীনে এই খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন কাজ শুরু হলো। প্রকল্পের আওতায় ডিএনসিসির ২৬টি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে তাজমহল রোড খেলার মাঠটি আধুনিকায়নের কাজ চলতি বছরের সেপ্টেম্বর মাসে এবং ৩ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে তাজমহল পার্ক আধুনিকায়নের কাজ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হবে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মোঃ ওসমান গণি বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে এভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। খেলার মাঠ ও পার্কের উন্নয়ন কাজ যেন দৃষ্টিনন্দন ও টেকসই হয় সেজন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। খেলার মাঠ ও পার্কটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষনাবেক্ষনের জন্য সকলের প্রতি তিনি আহŸান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম রতন এবং ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলার মাঠ

১৮ জুলাই, ২০২২
২৯ এপ্রিল, ২০২২
৬ মার্চ, ২০২১
১ জানুয়ারি, ২০১৯
৯ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ