Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মার তীরে বসবাসরতদের মানোন্নয়নে কাজ করছে সিটি কর্পোরেশন -মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল গতকাল বিকেলে নগরীর ২৪নং ওয়ার্ডের খরবোনা নদীর ধার এলাকার নির্মাণাধীন রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন করেছেন। এসময় মেয়র এলাকাবাসীকে জানান, এই এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নের ফলে এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জীবনমান উন্নয়ন হবে। এছাড়াও পাইপ লাইন স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ করায় দীর্ঘদিনের পানির সমস্যা দূর হবে। এ এলাকার উন্নয়নে নদীর ধার সংলগ্ন আরেকটি নতুন রাস্তা নির্মাণে ইতোমধ্যে ৪০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। মেয়র আরো বলেন, জনগণের নিরাপদে নির্বিঘেœ চলাচলের জন্য ড্রেনের উপর ঢাকনা দেওয়া হবে। অবহেলিত নদীর ধার এলাকাকে ঢেলে সাজানোর জন্য নানাবিধ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। রাস্তা, ড্রেন, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন করায় এলাকাবাসী মেয়রকে ধন্যবাদ জানান। এ সময় রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ