Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভীর নলকূপ অপারেটরের দাপটে অতিষ্ঠ কৃষক

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর তানোরে আলু’র জমিতে সেচ দেয়ার ৫শ’ টাকা দিতে দেরি হওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের লাইনম্যান কর্তৃক মারপিটের স্বীকার কৃষককেই জরিমানা করা হয়েছে।
গত রোববার বিকালে তানোর থানা চত্বরে এক শালিস বৈঠকে কৃষককের এই জরিমানা করা হয়। এঘটনায় এলাকার কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, গত ১সপ্তাহ আগে কৃষ্ণপুর গ্রামের মৃত তরি মন্ডলের পুত্র আলহাজ সুলতান মন্ডল (৬৫) আলু’র জমিতে পানি নিয়ে যায়। এসময় গভীর নলকুপের অপারেটর আব্দুস সালামের লাইনম্যান মমিন উদ্দিন বাকি থাকা ৫শ’টাকা নিয়ে উভয়েল মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে লাইনম্যান তার পিতা মোস্তফাসহ তার লোকজনকে ডেকে নিয়ে সুলতান হাজিকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। এঘটনায় উভয় পক্ষ তানোর থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তানোর থানা পুলিশের পক্ষ থেকে গত রোববার বিকালে তানোর থানায় চত্বরে শালিস বৈঠক বসে। ওই শালিস বৈঠকে সুলতান হাজি টাকা পরিশোধ করলে এধরনের মারামারির ঘটনা ঘটতনা মর্মে কৃষক সুলতান হাজি মার খাওয়ার পরও তাকেই ১৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, অপারেটরকে শোকজ করা হয়েছে, এবং বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। তিনি আরো বলেন, মারপিটের স্বীকার কৃষক সম্মানীয় সুলতান হাজি সম্মানীয় মানুষ, মাত্র ৫শ’ টাকা দিতে দেরি হওয়ায় তাকে মারপিট করার অভিযোগে অপারেটরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ