বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে র্যাগিং দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকস্থ তপোবন আবাসিক এলাকার ‘তাফাদার ভিলায়’ নামে একটি মেসে এই র্যাগিং এর ঘটনা ঘটে। ২০১৬-১৭ সেশনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯জন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং এর সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের ওই শিক্ষার্থীদেরকে ‘তাফাদার ভিলায়’ নামে একটি মেসে রাত দশটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত আটকে রেখে পরিচয়ের নামে অর্ধনগ্ন করে র্যাগ দেয়। নগ্ন না হতে চাইলে একপর্যায়ে মারধর করে তাদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়ার হুঁশিয়ারি দেয় সিনিয়ররা। এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে তারা প্রচন্ড রকমের মানসিকভাবে বিপর্যস্ত। এ নিয়ে কারো সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। এই কারণে তারা এখনো প্রশাসনের কাছে কোনো অভিযোগ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিচিতির নামে কোন ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন মেনে নেওয়া হবে না। অতি শীঘ্রই শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে জানতে চাইলে সিভিল এন্ড ইনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুশতাক আহমেদ বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের উপর জিরো টলারেন্স আরোপ করা আছে। র্যাগিংয়ের সাথে জড়িত কাউকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।