Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের দু’গ্রæপের সংঘর্ষ : আহত ৫

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর ছাত্রলীগের দু গ্রæপের মধ্যে সংঘর্ষ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ৫জন। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।
জানা গেছে, পৌর ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে গতকাল বিকেল ৪ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা যাবৎ পৌর শহরে পৌর ছাত্রলীগের দু গ্রæপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আহত হয় লেমন, ইউসুফ সহ ৫জন। পৌর যুবলীগের সভাপতি আলী সাংবাদিকদের জানান, আলেক সভাপতি ও জেমি ইসলাম কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি জেলা পৌর ছাত্রলীগ অনুমোদন দিয়েছে। অপর দিকে অন্য আর একগ্রæপ পৌর ছাত্রলীগের কমিটি দাবী করে তামীম এর নেতৃতে বিজয় মিছিল বের করার সময় আলেক ও জেমি ইসলামের সমর্থকরা তাদের বিজয় মিছিলে বাধা দেয়। এসময় উভয়’র মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। হাতে রামদা নিয়ে দীর্ঘক্ষন ২গ্রæপের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। এসময় আইনশৃংখলা বাহিনী উভয় গ্রæপের নেতা কর্মীকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জেলা পৌর ছাত্রলীগের ঘোষিত উপজেলা পৌর ছাত্রলীগের সভাপতি আলেক জানায়, কমিটি থেকে বাদ পড়াই তারা গ্রæপিংএর সৃষ্টি করে নিজেরাই আহবায়ক সেজে বিজয় মিছিল বের করার সময় তার কমিটির সদস্য ও সমর্থকরা তাদের বিজয় মিছিলে বাধা দেয়। তিনি বলেন, কমিটিকে কেন্দ্র করে এসংঘর্ষের ঘটনা ঘটেছে। সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন জানান, সি গ্রেড পৌরসভার কমিটিকে জেলা অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখেনা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ