রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: রাঙ্গুনিয়ার সরফভাটায় মুখোজ পরিহিত ১৫-২০ জনের ভাড়াটে সন্ত্রাসীরা প্রবাসী মোহাম্মদ আলমের বাড়ি দখল নিতে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৃহবধূ সুখিয়া বেগমকে স্বামীর বসতভিটা থেকে বের করে দেয়ার উদ্যত হয়। এ সময় প্রতিরোধের চেষ্টা চালালে প্রবাসীর স্ত্রীকে শারীরিক শ্লীতহানির করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দেরখিল গ্রামের প্রবাসী মোহাম্মদ আলমের সাথে প্রতিবেশী সামশুল আলমের তিন শতক জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি বিরোধের কারণে প্রায়ই সময় প্রবাসী মোহাম্মদ আলমের পরিবারের সাথে প্রতিপক্ষের ঝগড়াবিবাদ লেগেই আছে। প্রবাসীর পরিবারকে বাড়িভিটা ছাড়ার জন্য গতকাল পযর্ন্ত হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষরা। প্রতিকার চেয়ে প্রবাসীর স্ত্রী সুখিয়া বেগম গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম (উত্তর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উভয়পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৫ ধারায় মামলা করলে যথাযথ ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন আদালত।
প্রবাসীর স্ত্রী গৃহবধূ সুখিয়া বেগম জানান, আদালতের নির্দেশ অমান্য করে গত ১৩ ফেব্রæয়ারি রাতে স্বামীর বসতভিটায় সামশুল আলমের ভাড়াটে সন্ত্রাসী জনৈক জাহাঙ্গীরের নেতৃত্বে ১৫-২০ জন মুখোজ পরিহিত কিরিচ, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির সীমানা দখলে নিতে হামলা চালায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে শ্লীলতাহানি করে। গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে কুরো জাহাঙ্গীরসহ অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে সীমানা বিরোধ চলে আসছে। কুরো জাহাঙ্গীরের নেতৃত্বে বসতভিটা দখল নিতে ভাড়াটে হিসেবে ইতোমধ্যে একাধিক ভুক্তভোগীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে বলে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ দাবি করেন। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।