Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অটো রাইস মিলের বর্জ্যে পরিবেশ বিপর্যয়

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের সোতাশী গ্রামে নবনির্মিত বৃহৎ অটোরাইস মিলের বিষাক্ত বর্জ্য পাইপ যোগে পার্শ্ববর্তী চন্দনা বারাশিয়া নদীতে ফেলা হচ্ছে। এতে এলাকার পরিবেশ ও নদীর পানি দূষিত হয়ে পড়ায় এলাকাবাসী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানা গেছে। ভূক্তভোগী এলাকাবাসী জানান, চাউল কল থেকে প্রায় ৩শ’ গজ দূরে চন্দনা বারাশিয়া নদীর অবস্থান। মাটির নিচ দিয়ে দীর্ঘ লম্বা ও অনেক মোটা পাইপ টেনে এনে নদীতে সংযোগ দেয়া হয়েছে। মিলের ধান ধোয়া পানি ও মল-মূত্রসহ অন্যান্য বর্জ্য নদীতে এসে পড়ছে এই পাইপ দিয়ে। এমন ভাবে পাইপ স্থাপন করা হয়েছে যে দূর্গন্ধ যুক্ত নোংরা পানি মাটি গড়িয়ে নদীর পানিতে মিশছে। এ ব্যাপারে মিলের মালিক বিকাশ সাহা বলেন, দ্রæতই আমি পাইপ অপসারণ করে নিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ