বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌরসভার রাস্তা, ড্রেনেজ, শৌচাগার, লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। অফিস সূত্রে জানা যায়, পৌরসভাটি ২০০৪ সালের ফেব্রæয়ারি মাসের ১৯ তারিখে প্রতিষ্ঠিত হয়। পৌরসভার আয়তন ৫.৫২কিঃ মিঃ। বর্তমানে লোক সংখ্যা প্রায় ২২ হাজার ২২৬জন। মোট হোল্ডিং সংখ্যা ৪ হাজার ১৮৯টি। ইতি মধ্যে সি গ্রেড পৌরসভাটি বি গ্রেডে রুপান্তরিত হতে যাচ্ছে। পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকার উন্নয়নের কাজ চলছে। জাইকা (নবিদেপ প্রকল্পে)’র আওতায় ২৪টি রাস্তা ও ৩টি ড্রেনেজ ১০ হাজার ৪৫ মিটার নির্মাণ প্রস্তুতি চলছে। ১৬-১৭ অর্থ বছরে ৪টি রাস্তা যাহার দৈর্ঘ্য ৩.৫ কিঃমিঃ সম্পূর্ণ হয়েছে। যাহার টেন্ডার মূল্য ১ কোটি ৯৩ লক্ষ টাকা ছিল। ১৭-১৮ অর্থবছরে ৬টি রাস্তার ৬.৩ কিঃমিঃ কাজ চলমান আছে। যাহার টেন্ডার মূল্য ৩ কোটি টাকা। টেন্ডার প্রক্রিয়াধীন-তিনটি ড্রেন ১০ হাজার ৪৫মিঃ কাজ হবে। যাহার টেন্ডার মূল্য হবে ২ কোটি ৪০ হাজার টাকা। ৪টি রাস্তা ১.৮ কিঃমিঃ কাজ হবে। যাহার টেন্ডার মূল্য হবে ৯১ লক্ষ টাকা। ডিজাইন প্রক্রিয়াধীন-তিনটা রাস্তার উন্নয়ন, পৌরসভার রাস্তার স্টিক লাইট, যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট-২টি, বাস টার্মিনাল, ফুটপাত, মাইক্রবাস স্টেন্ড ও জাংশন। এস্টিমেট প্রক্রিয়াধীন-১০ টি রাস্তার কাজ ৬কিঃ মিঃ হবে।
চলমান রাস্তার কাজ পরিদর্শন করেন-বালাকৃষ্ণরাউ জাইকার (নবিদেপ)’র টিমলিডার ডিএসএম কনসালটেন্ট, লুৎফর রহমান রিজনাল ডেপুটি প্রজেক্ট ডিরেকট্রর নবিদেপ এলজিইডি, আব্দুর সালাম খাঁন রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ডিএসএম কনসালটেন্ট ও পৌর মেয়র আলমগীর সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।