Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলে মানুষের ঢল

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বরিশাল ব্যুরো : পরম করুনাময় আল্লাহতায়ালার নৈকট্য সন্ধানে বিভোর লাখ লাখ সত্যাশ্রয়ী নারী পুরুষ এক সামিয়ানার নিচে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সহ দিন রাত এবাদত বন্দেগীতে সময় ব্যায় করছেন বিশ্ব জাকের মঞ্জিলে। মানব হিসাবে পৃথিবীতে প্রেরণের গুঢ় রহস্য অনুধাবন সে সাথে সৃষ্টির প্রতি ভালোবাসার যে ইশারা - অমূল্য এ শিক্ষার মনিকাঞ্চন সংগ্রহের ডুবুরি সকলে। ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে খাজা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের বিশ্ব উরস শরীফে এভাবেই দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে গতকাল।
ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, রাত ৩টা থেকে ফযরের আযানের পূর্ব মুহুর্ত পর্যন্ত মহান রাব্বুল আলামীনের অপার রহমত কামনায় “ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহীম“- এ তিন নাম ধরে রোনাজারী এবং রাসুলে পাক (সা:) এর মহব্বত অর্জনে “ইয়া রাহমাতাল্লিল আলামীন” নামের ভক্তিভরে স্মরণ, প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিহত- অসাধারন এক অনুষ্ঠান তরঙ্গ বিশ্ব উরস শরীফে।
বিশ্বওলী ছাহেবের ৪ দিনব্যাপী বিশ্ব উরস শরীফে যোগদানে দেশ বিদেশের শান্তিকামী মানুষের অবিরাম কাফেলা এখন বিশ্ব জাকের মঞ্জিলে। যে দিকে চোখ যায়, সকল পথে শুধু মানুষের মহাশ্র্রোত। এ ধারা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার বেদনা বিধুঁর খাজা রজনী। ২০০১ সালের ১ মে (১৮ বৈশাখ) সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক মঙ্গলবার বিশ্বওলী ছাহেব দেশ বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন। স্বভাবতই এ রজনীতে অসহনীয় এক শোকের আবহে ঢাকা পড়ে মহামিলনমেলা।
বিশ্ব উরস শরীফের ২য় দিনে রবিবার বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত দান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ