Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিয়ম দূর করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি -প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:১৪ পিএম

সুপ্রিম কোর্টে সকল অনিয়ম সম্মিলিতভাবে দূর করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সাহেব যেদিন ফরমালি আমার সাথে দেখা করেছেন, আমি বললাম যে, কোর্টের কোথায় কী অনিয়ম আছে সেটা আপনি বলেন। উনি বললেন, এখন তো আপনাকে বলা যাবে না, আমি লিখিত দিব। তো আমি অধির আগ্রহে অপেক্ষায় আছি, কবে আমি সেই লিখিত বক্তব্য পাব বারের তরফ থেকে।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যারিস্টার শওকত আলী খানের স্মরণসভায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান। শওকত আলী খান’স অ্যাসোসিয়েটস এ স্মরণসভার আয়োজন করে।

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘শওকত আলী খান সাহেবের এ স্মরণসভা সফল হবে এবং কার্যকর হবে যদি আমরা এ কোর্টে যত অনিয়ম আছে এগুলো সম্মিলিতভাবে দূর করতে পারি।’

ব্যারিস্টার শওকত আলী খানের নাতি ব্যারিস্টার রেহান হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় সংবিধান আরো বক্তব্য রাখেন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমির উল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, প্রাক্তন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম খোকন প্রমুখ।

ব্যারিস্টার শওকত আলী খান ১৯২৬ সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী এম আরফান খানের দ্বিতীয় পুত্র ছিলেন।

ব্যারিস্টার শওকত ১৯৫৭ সালে আইন পেশায় নিয়োজিত হন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, সংবিধান প্রণেতা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও কোষাধ্যক্ষ। ১৯৭২ সালে তিনি টাঙ্গাইলের নাগপুর এবং মির্জাপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৬ সালের ২৯ জুন মারা যান।



 

Show all comments
  • Nurul ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫০ এএম says : 0
    Opekkar posno e ashena .bsaroker kaj usit bsar kora.ar deri na kora . Amon ta ne asar na korar moto.এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ