Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামাচাপার চেষ্টা : থানায় মামলা হয়নি সখিপুরে ১৫ দিনের শিশুসহ তিনজনকে ধর্ষণের অভিযোগ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: টাঙ্গাইলের সখিপুরে গত ১৫ দিনে তিনটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনটি ধর্ষণের ঘটনায় একটিও থানায় মামলা হয়নি। স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার গুরুতর অভিযোগ রয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে সখিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে উপজেলা গেট সমাধান কোচিংয়ে শিক্ষক সুমন কর্তৃক পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষিত, কৈয়ামধু এলাকার ফজলুর ছেলে মিলন কর্তৃক রুবেলের স্ত্রী ধর্ষিত, চতলবাইদ বেগপাড়া পাটখাঁঘুড়ি চালার আব্দুল হালিমের ছেলে আবু বকর কর্তৃক পাঁচ বছরের শিশু ধর্ষিত হয়েছে। তিনটি ধর্ষণের ঘটনা স্থানীয়ভাবে জরিমানা করে মীমাংসা করা হয়েছে বলে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে। সখিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল হোসেন, স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহাব আলী, নৈয়ম উদ্দিন বলেন, মান সম্মানের দিক দিয়ে বিবেচনা করে ও শিশুদের ভবিষ্যত চিন্তা করে গ্রাম্য শালিসে জরিমানা করে ধর্ষনের ঘটনা মীমাংসা করা হয়েছে। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নাজমুল হক ভ‚ঁইয়া বলেন, থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ