প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একটি অনির্ধারিত নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে অভিনেত্রী রিচা চাধার পরিচালক হিসেবে অভিষেক হয়েছে। এতে অভিনয় করেছেন আলি ফজল, কমেডিয়ান আদার মালিক এবং সত্যজিৎ দুবে। ‘ফুকরে’, ‘গ্যাঙস অফ ভাসিপুর’ এবং ‘মাসান’ ফিল্মগুলোর জন্য খ্যাত রিচা এছাড়াও তার অন্যান্য সৃজনশীল সামর্থ্যও পরীক্ষা করে দেখতে চান। তিনি লেখালিখি করে থাকেন এবং অচিরেই গানে কণ্ঠ দেবেন। রিচা পরিচালিত প্রহসনমূলক ফিল্মটি প্রযোজনা করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু বিশাখা সিং। এই চলচ্চিত্রটি ২০২৫ সালের একটি কল্পিত পরিস্থিতি নিয়ে যখন জনসংখ্যা সীমার বাইরে চলে গেছে আর খাদ্যদ্রব্যের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে। চলচ্চিত্রটির বিষয়বস্তু বর্তমানের দূষণ আর প্রকৃতির অপব্যবহার নিয়ে। এরই মধ্যে চলচ্চিত্রটির শুটিং হয়ে গেছে। আগামী মাসে এটি মুক্তি পাবে। রিচা এক বিবৃতিতে বলেন : “ক্যামেরার পেছনে এটি আমার প্রথম কাজ। এর আগে একটি স্বল্পদৈর্ঘ্য ফিল্ম প্রযোজনা করেছি, কিন্তু এই প্রথম পরিচালনা করলাম। আমি বরাবরই স্যাটায়ারে আগ্রহী। আমার বন্ধুরা অল্প সময়ের মধ্যে অভিনয়শিল্পী আর সৃজনশীল মানুষ হিসেবে আমার উপর আস্থা রেখেছে সেজন্য আমি কৃতজ্ঞ। “ভবিষ্যতে আমি অন্য আরও অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই। এটি খুব মজার ফিল্ম।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।