বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আ: মান্নান শেখের বিরুদ্ধে ভুয়া মৎস্য সমিতির নামে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার ভূয়ারপাড়া গ্রামের মৃত শেখ আ: করিমের ছেলে আ: মান্নান শেখ ভূয়ারপাড়া সুফলভোগী মৎস্য সমবায় সমিতি নামে জাল-জালিয়াতির মাধ্যমে একটি ভূয়া সমিতি তৈরি করে নিজেকে সভাপতি দাবি করে গত ১৫ জানুয়ারি তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর কার্যালয় গোপালগঞ্জ বিভাগের কাজ থেকে ইজারা গ্রহন করে, ওয়াবদার হাটের প্রায় ৫০টি দোকান থেকে লাখ লাখ ট্কাা হাতিয়ে নিয়েছেন। ভুয়া সমিতির সাধারণ সম্পাদক সিরাজ সিকদার বলেন- ভূয়ারপাড়া সুফলভোগী সমবায় সমিতি নামে কোন সংগঠনই করিনি, যদি কেউ করে থাকে তাহলে সেটা জাল-জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে, শুনেছি আমার নাম ব্যবহার করে আ: মান্নান শেখ নামে একজন জালিয়াত রয়েছে, সে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া সমিতি তৈরি করে সরকারি সম্পত্তি দখল করার চেষ্টা করছে এবং দোকানদারদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলেছেন, এছাড়াও তার বিরুদ্ধে ফায়েক শেখ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার বলেন- ভূয়ারপাড়া সুফলভোগী মৎস্য সমবায় সমিতি ভূয়ারপাড়া কোটালীপাড়া গোপালগঞ্জ নামে কোন সমিতি ২০১৬ সাল থেকে অদ্যবধি অত্র দপ্তর থেকে নিবন্ধনের জন্য প্রত্যায়ন দেওয়া হয়নি অথবা উক্ত দপ্তরের আওতাভুক্ত কোন সমিতি এই নামে নেই। অনুসন্ধানে জানা যায় ১৯৮৬ সালে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদার হাটটি প্রতিষ্ঠা করেন সিরাজ সিকদার, এর পর থেকে একটি চক্র বিভিন্ন কৌশলে হাটটি দখল করার চেষ্টা করেন। এ ব্যাপারে আ: মান্নান শেখের কাছে জানতে চাইলে তিনি কিছু কাগজ দেখান তবে ভূয়ারপাড়া সুফলভোগী মৎস্য সমবায় সমিতি নামে কোন সমিতি তিনি দেখাতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।