Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে সংঘর্ষে আহত ৭

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়িতে পিতার রেখে যাওয়া দুই শতক জমির দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের ফুলবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের তালুক শিমুলবাড়ি গ্রামে মৃত: আজহার আলীর দু’সন্তান হাছেন আলী ও শফিকুল ইসলামের মধ্যে রেখে যাওয়া সম্পত্তি ভাগ হয়ে গেলেও দু’শতক জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে মাটি কাটা নিয়ে বড় ভাই হাছেনকে বাঁধা দেয় ছোট ভাই শফিকুল। পরে তর্কাতর্কি ও হাতাহাতির সময় দুই পরিবারের নারী-পুরুষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের উপর ঝাপিয়ে পরে। পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে এলাকার লোকজন সংগঠিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ