Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান মাওলানা আসহাব উদ্দীন (রহ.) প্রথম ওফাত বার্ষিকী পালন

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ও আ’লা হযরত কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট আলেমেদ্বীন বহু ধর্মীয় সংগঠনের খেদমদগার আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আসহাব উদ্দীন (রহঃ)’র ১ম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আমিরহাট হাজী রহমানিয়া মার্কেট চত্বরে গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশেদুল আলমের সভাপতিত্বে ও এইচ.এম নেজাম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মাওলানা আসহাব উদ্দীনের জীবনাদর্শ অনুসরণ করে গুনে ধরা এ সমাজকে পাল্টাতে পারে। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক ড.নূ.ক.ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অহিদুল আলম জাফর, অধ্যক্ষ ইলিয়াছ নূরী, উপাধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী, মাওলানা ওবাইদুন নাছের নঈমী, সৈয়দ মুহাম্মদ হোসেন, মাওলানা এয়াছিন হোসাইন হায়দরী, মাওলানা শামসুল আলম হেলালী। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস আনসারী। কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী। উপস্থিত ছিলেন ব্যাংকার মুহাম্মদ এয়াকুব, আলহাজ্ব আল্লামা শায়েস্তা খান আযহারী, মাওলানা শামসুল আলম নঈমী, সৈয়দ আলী আকবর তৈয়বী, মাওলানা নূরুল আবছার রেজভী, মাওলানা তছলিম উদ্দীন, মাস্টার মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ আ’লা হযরত কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ