Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতাঃ পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর গভীর থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ্উত্তোলন করার অভিযোগে ড্রেজার মেশিন উদ্ধার করেছে বোদা থানার পুলিশ। গত শুক্রবার দেবীগঞ্জ এএসপি সার্কেল আবুল খায়েরের নেতৃত্বে বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলামের সঙ্গীয় ফোর্স করতোয়া নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে করতোয়া নদীর বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া কাটাবন এলাকার একটি মনি থেকে নৌকাসহ ড্রেজার মেশিন উদ্ধার করেন। জানা যায়, দীঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ, নুরুল হক, নইমদ্দীন, আবুসহ আরো অনেকে। এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালীরা এভাবে নদী গভীর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছেন। কিন্তু করতোয়া নদীর থেকে বালু উত্তোলন করায় নদীর দুই পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন কবলিত মানুষসহ স্থানীয় এলাকাবাসীদের দাবী অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ কারার। এ ব্যাপারে বোদা ও দেবীগঞ্জ সার্কেল অফিসের সার্কেল সিনিয়র এএসপি আবুল খায়ের জানান, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান চালিয়ে গভীর পানির নিজ থেকে একটি নৌকাসহ অবৈধ ড্রেজার মেশিন উদ্ধার করা হয়েছে। ড্রেজার মেশিনের উদ্ধার করার সময় মেশিন মালিক পালিয়ে যায়। এ বিষয়ে বোদা থানায় বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ