Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর বসুন্ধারায় অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হলো ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’। আহলুল হুফফাজ ফাউন্ডেশনের ইদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ৯টি বিভাগীয় শহরে বাচাইকৃত ১৫০ জন হাফেজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। ত্রিশ পারা ও ১০ পারা এ দুই গ্রæপে ১৫০ জন থেকে ৬ জন প্রতিযোগিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করা হয়। ত্রিশ পারা গ্রপে প্রথম স্থান লাভ করেন হাফেজ মুন্তাকিন বিল্লাহ, দ্বিতীয় হাফেজ খান আনিরজামান এবং তৃতীয় হয়েছেন হাফেজ উমর ফারুক। এছাড়া ১০ পারা গ্রæপে প্রখম হয়েছেন হাফেজ সিফাতুল্লাহ , দি¦তীয় হাফেজ মোজাহিদুল হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ মোহাম্মদ নাঈম। গত বছরের ডিসেম্বর মাসে এ প্রতিযোগিতা উপ জেলা ও জেলা পর্যায়ে শুরু হযেছিল। গতকাল ছিল চুড়ান্ত প্রতিযোগিতার পর্ব।
গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ প্রতিযোহিতর অনুষ্ঠানটি রাত ৯টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মোঃ সাদেক।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বসুন্ধরা গ্রæপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজবীর, রাণী ফুড ইন্ডস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশীর, ইনফিনিটি মেগা মলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ জুনায়েদ।
আরো উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এবং খাদিমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ইলিয়াস, ইসলামী ব্যাংকের ডিএমডি ইকবাল কবীর মোহন।
অনুষ্ঠানে বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী, মাও. মিজানুর রহমান, মুহিউদ্দীন কাসেম, ড. মনজুরে ইলাহি, মাও. লিয়াকত আলীসহ দেশবরেণ্য আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
ইসলামি সংস্কৃতির প্রভায় আলোকিত, দেশ গঠনের প্রত্যয়ে তারুণ্য নির্ভর এ সংগঠনটি ২০১৭ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়ে দেশের ইসলামি অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো গত ডিসেম্বরে শুরু হওয়া ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’। দেশের উজ্জ্বল নক্ষত্র ও বহির্বিশ্বে দেশের পতাকা সমুন্নতকারী হাফেজে কুরআনদের সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা’ হ”েছ তাদের সত্য ও সুন্দরের পথে চলার প্রাথমিক প্রয়াস।
ডিসেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্যায় ছিল বিভাগীয়। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার হাফেজে কুরআন অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে বাছাইপর্বে চূড়ান্তভাবে নির্বাচিত হাফেজে কুরআনরা আজ ১৭ই ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ