বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক উন্নয়ণ সেবা সংস্থা ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্টের গেøাবাল ফিস্টুলা প্রজেক্ট ম্যানেজার, আমেরিকার নিউইয়র্ক থেকে আগত বেথেনি কোল গতকাল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টারের চেয়ারম্যান হিসেবে সেন্টারের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বেথেনী কোল ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টারের জন্যে ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্টের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন এবং এর সম্প্রসারণ ও ধারাবাহিক মান উন্নয়নে অবদান রেখে যাবে বলে আশ্বাস দেন। ইউএসএইড-এর সহায়তায় ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্ট ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টারে একটি ফিস্টুলা ওয়ার্ড পরিচালনা করছে এবং ফিস্টুলা চিকিৎসার উপর বাংলাদেশী ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করছে। সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলাজনিত ফিস্টুলা রোগীদের চিকিৎসা সেবা এবং মাঠ পর্যায়ে ফিস্টুলা কার্যক্রম ও ফিস্টুলা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ফিস্টুলা মুক্ত করার জন্য সরকারি এবং বেসরকারি সংস্থা সবাইকে সহযোগিতা দিয়ে আসছে। মিস বেথেনী কোল ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবার সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ ফিস্টুলা ম্ক্তু হবে বলে আশা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।