Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে যৌতুকের জন্য নববধূর ওপর নির্যাতন

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের ৩ লক্ষ টাকা না দেয়ায় পাষন্ড স্বামী, দেবর, শশুর শাশুরীর নির্মম প্রহারে গুরুতর আহত হয়েছে সদ্য বিবাহিত স্ত্রী শাকিলা বেগম। শাকিলা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা মিয়ার(২৩) সাথে পাশ্ববর্তী দক্ষিণ শোলাগাড়ী গ্রামের মোঃ শহিদুল ইসলামের কন্যা মোছাঃ শাকিলা বেগমের গত ১৮/১০/২০১৭ ইং তারিখে রেজিঃ মুলে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী বাদশা মিয়া দেবর , শুশ্বর, শাশুরীর প্ররোচনায় শাকিলা বেগমকে তার পিতার নিকট থেকে ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে আনতে বলে। যৌতুকের এই টাকা আনতে অস্বীকার করায় স্বামী বাদশা মিয়া সহ দেবর,শশুর, শাশুরী শাকিলা বেগমকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকে। এরই জের ধরে গত ১৫ ফেব্রæয়ারী/১৮ তারিখ সকাল ১১ টার দিকে দেবর মোঃ রাজা মিয়া (২৩) ও শাশুরী মোছাঃঃ আকলিমা বেগমের (৫০) হুকুমে স্বামী বাদশা মিয়া শাকিলা বেগমের নিকট পূর্বের ন্যায় যৌতুকের ৩ লক্ষ টাকা বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে আনতে বলে। এতে অস্বীকার করলে স্বামী বাদশা মিয়া সহ দেবর মোঃ রাজা মিয়া , মোঃ বাদল মিয়া, শশুর মোঃ আব্দুর রাজ্জাক, শাশুড়ী মোছাঃ আকলিমা বেগম এক জোট হয়ে লাঠি দ্বারা শাকিলা বেগমকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের সময় শাকিলা বেগমের চিৎকারে প্রতিবেশী আবু সায়েদ, মোঃ বুলু শেখ, সোনা মিয়া, মোছাঃ মনজিলা বেগম ঘটনাস্থলে এসে শাকিলা বেগমকে উদ্ধার করে ভ্যান যোগে গোবিন্দগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শাকিলা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় শাকিলার দাখিল করা এজাহার প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান গতকাল শনিবার দুপুরে জানান, মামলা এখনো রুজু করা হয়নি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ