রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া ( ফেনী) উপজেলা সংবাদদাতা: ছাগলনাইয়ায় প্রবাসী মোঃ মোস্তফা হত্যা মামলায় ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) গোলাম জিলানীর নেতৃত্বে হত্যা মামলার আসামী মোতাহার হোসেন মুক্তার (৩৩), শহিদুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে আদালতে তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। মুক্তার উত্তর হরিপুর গ্রামের গোলাম হোসেন বাহার মিয়ার পুত্র ও শহিদুল ইসলাম লক্ষীপুর গ্রামের মৃত শামছুল হকের পুত্র। পুলিশ জানায়, মুক্তার এবং শহিদুল ইসলাম এলাকার চিহিৃত ডাকাত। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের বলি ভূঁঞা বাড়িতে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদের হামলায় সউদী প্রবাসী মোঃ মোস্তফা নিহত ও মহিলাসহ ৫ জন আহত হয়। মোস্তফা ওই বাড়ীর নুরুল হক হিরু মিয়ার মেয়ের জামাতা এবং ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মনির আহাম্মদ মুন্সির পুত্র। এ ঘটনার পর পশ্চিম পাঠানগড়ের মোঃ আমিনের পুত্র ৮ টি মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী সোহরাব হোসেন (২৮) শুভপুর ব্রীজ এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ছাগলনাইয়া থানার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এবং ৩জন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছেনি ও ৩টি ধারালো কিরিছ উদ্ধার করেছে। ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদ পিপিএম মোস্তফা হত্যা মামলায় ২ জন আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।