Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কলারোয়ায় ১’শ টাকার জন্য চাচাতো ভাইকে গলা কেটে হত্যা

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা: ১০০ টাকার জন্য কলারোয়ায় সদ্যজাত কন্যা সন্তানের পিতা ভ্যানচালক রুবেল (২৩) কে জবাই করে হত্যা করে তার চাচাতো ভাই। ভ্যানচালক রুবেল উপজেলার দিগং গ্রামের হাসানুর রহমানের ছেলে।
প্রতক্ষ্যদর্শী এলাকাবাসি ও পুলিশ জানায়, রুবেল তার চাচা আফসারের পুত্র আবু সাঈদের কাছে পাওনা ১’শ টাকা চাইতে গেলে গতপরশু শুক্রবার সন্ধার প্রাক্কালে দুই জনের মধ্যে হাতাহাতি শেষ পর্যন্ত লাঠি নিয়ে মারামারিতে রুপ নেয়। এসময় পরিবারের লোকজন এসে তাদের নিরস্ত করে এবং তাদের দাদা মালেক এসে রুবেলের পাওনা টাকা পরিশোধ করে দেয়। এরপরে রুবেল তার ঘরের আঙ্গিনায় যেয়ে একাকি বসে ছিল। এসময় চুরি নিয়ে আকস্মিক ভাবে আবু সাঈদ চড়াও হয়ে রুবেলের গলা কেটে দেয়। আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে রুবেলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। ঘটনার পরে আবু সাঈদ পালায়ে যায়। এব্যাপারে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ