Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ৪টি পুকুর খননকাজের উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

  আশাশুনিতে জেলা পরিষদের মালিকানাধীন ৪টি পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পৃথক পৃথক ভাবে খনন কাজের উদ্বোধন করা হয়।

পল্লী পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা জেলার ১৪টি জেলা পরিষদের পুকুর খনন কাজ হাতে নিয়েছে। এজন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে দেড় কোটিরাধিক টাকা। আশাশুনি উপজলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের পাশের জেলা পরিষদের পুকুর, বড়দল ইউনিয়নের বুড়িয়া, খ্রীস্টান মিশনারী ও কেয়ারগাতির জামালনগরে জেলা পরিষদের পুকুর খনন কাজ শনিবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, জেলা পরিষদের সদস্য এস এম দেলোয়ার হোসাইন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা ও কয়েকজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পুকুর গুলোর খনন কাজ শেষ হলে সারা বছর বিশেষ করে শুস্ক মৌসুমে এলাকার মানুষের সুপেয় খাবার পানির চাহিদা পুরনে বিশেষ অবদান রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ