Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইদগাঁও জামে মসজিদ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাভার: | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 সাভারে আমেরিকা প্রবাসীর উদ্যোগে নির্মিত দৃষ্টি নন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের পরে মসজিদটির উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ি বিশিষ্ট সংগঠক আমান উল্লাহ আমান।
সাভারের বাইদগাও বাইতুন নুর জামে মসজিদটি ১৯৯৩ সালে প্রথম যাত্রা শুরু করলেও ছিল জীর্নশীর্ন। এবারে এ প্রবাসীর উদ্যোগে ও অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ইতোমধ্যে আধুনিক দ্বিতল ভবন তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। ১৭ শতাংশ জমি উপর নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক নির্মান শৈলী। চার তলা ফাউন্ডেশনের এ মসজিদ কম্পেলেক্সটি ইতোমধ্যে দ্বিতীয় তলা পর্যন্ত নির্মিত হয়েছে। মসজিদ কম্পেলেক্সে থাকছে মাদ্রাসা ও হেফজখানা। এছাড়া ছাত্রদের জন্য থাকছে বিশেষ সুবিধাসহ আবাসিক ব্যবস্থা।
উদ্বোধনী এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রিয় মহাসম্পাদক অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, মসজিদ কমিটির সভাপতি হাজী তুফাজ্জেল মুন্সী, মসজিদের মোতোয়াল্লী হাজী দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা হারুন অর রশিদ, এএইচ এম রুস্তম, অধ্যাপক মো: শহীদুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছান, মসজিদের ইমাম হাফেজ মাওলানা আজাদ, স্থানীয় ইউপি মেম্বর আনোয়ার হোসেন, সমাজ সেবক বাবুল মন্ডল, বাশার আহম্মেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ