Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষে প্রিমিয়ার ভার্সিটির শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সোহেল আহমেদ নামে এক ছাত্র নিহত হয়েছে। সে এমবিএর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে সংঘর্ষে গুরুতর আহত সোহেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো নোটন শীল, মো. আহাদ ও মো. ইমতিয়াজ। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নগরীর প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে। তারা সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়। হাসপাতালের সামনে সড়কে যানবাহনও ভাঙচুর করে তারা। শিক্ষার্থীরা জানান, আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠান ছিল। এ নিয়ে ছাত্রদের মধ্যে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরা উভয়ে ছাত্রলীগের নেতাকর্মী। আজ বিদায়ী অনুষ্ঠানের মহড়া চলছিল। বেলা ১টার দিকে হঠাৎ করে ২০-২৫ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া কক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। মহড়ায় অংশগ্রহণকারীরা হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী বলেন, ছাত্রদের দুই গ্রুপের রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে আজকের এ ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ