Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা)উপজেলা সংবাদদাতা : ধামরাইয়ে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ধামরাই উপজেলার সিলামপুর এলাকা থেকে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানায়, গত ১৪ মার্চ ধামরাইয়ের খরার চর এলাকায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে রশিদ নামে এক ব্যক্তি। এ বিষয়ে কিশোরী মা বাদী হয়ে রশিদকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ধর্ষক রশিদ পালিয়ে যায়।
বিভিন্ন স্থানে অভিযানের পর আজ মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে ধর্ষক রশিদ বিরুদ্ধে এধরনের একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি জানান। তবে এর আগে কেউ অভিযোগ করেনি বলে তাকে আটক করা সম্ভব হয়নি।
নির্যাতিত প্রতিবন্ধীর কিশোরীর মা জানান, গভীর রাতে কিশোরী ঘরে ঢুকে প্রতিবেশী রশিদ নামে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে কিশোরী ঘটনাটি তার পরিবারকে জানায়। তবে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহল চাপ দিয়ে আসছে।
এ ছাড়া টাকা ও জমি দিয়ে বিষয়টি মীমাংসা করা জন্য প্রলোভন দেখানো হয় বলেও জানান তিনি। পরে তিনি রশিদকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত ধর্ষক রশিদকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ