Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় গিয়ে দুই কিশোরী গণধর্ষণের শিকার

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরে মেলা দেখতে গিয়ে সর্বনাশ হলো দুই কিশোরীর। গণধর্ষণের শিকার হয়ে গুরুতর অবস্থায় ওই দুই কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এক ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সেও এখন হাসপাতালে।
সংশ্লিষ্ট সূত্রের খবর, জামালপুর সদরের ঝাউলা গোপালপুরের লাহিড়ীকান্দা বাজারে ১২ ও ১৩ বছর বয়সের এই দুই কিশোরী সোমবার বিকেলে মেলা দেখতে যায়। মেলায় চরকিতে চড়ে দুই কিশোরী অসুস্থ বোধ করছিল। এ সময় কয়েকজন যুবক দুই কিশোরীকে নেশার ট্যাবলেট মেশানো কোমল পানীয় খাওয়ায়। কিশোরীরা চেতনা হারিয়ে ফেললে অটোরিকশায় তুলে অপহরণ করে।
গভীর রাতে নান্দিনা এলাকার একটি ধানক্ষেতে দুই কিশোরীকে গণধর্ষণ শেষে পালিয়ে যাবার সময় এলাকাবাসী বিষয়টি টের পায়। তারা রেজাউল নামে এক ধর্ষককে আটক করে গণধোলাই দেয়। আজ মঙ্গলবার ভোররাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই কিশোরী ও ধর্ষক রেজাউলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী।
সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন জানিয়েছেন, ধর্ষিতা দুই কিশোরীর চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্ষণ বিষয়ে ডাক্তারি পরীক্ষা করে এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য ধর্ষকদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ