Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পটিয়া বাইপাস সড়কের নক্শা পরিবর্তন এলাকাবাসীর বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


পটিয়া উপজেলা সংবাদদাতা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ইন্দ্রপুল থেকে কমলমুন্সিরহাট পর্যন্ত নির্মাণাধীন বাইপাস সড়কের ভাটিখাইন-করল অংশের পুরাতন নকশা পরিবর্তন করে নতুন নকশায় কৃষি জমিসহ ভূমি হুকুম দখল প্রচেষ্ঠার প্রতিবাদে গতকাল (শুক্রবার) বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। কাচারীভিটা এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে এলাকার শত শত লোকজন সমাবেত হয়। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাইপাস সড়কটি পটিয়া সদরের যানজট কমানোর অন্যতম উদ্যোগ। এ বাইপাস সড়কটির ভাটিখাইন- করল সীমান্তে পুরনো নকশা পরিবর্তন করে নতুন নকশা তৈরি করে কৃষিজমিসহ ভূমি হুকুম দখলের প্রচেষ্ঠা কোন অবস্থায় হতে দেয়া হবে না। নকশা পরিবর্তন করে নতুন নকশায় বাইপাস সড়কের কাজ করা হলে তাতে ১২ একর কৃষি জমি নষ্ট সহ সরকারের প্রায় ১৭ কোটি টাকা অপচয় হবে। পুরো বাইপাস সড়কের ৭৪ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হলেও কাচারীভিটা থেকে নাথ পাড়া পর্যন্ত ৪ শত মিটার কাজ বন্ধ রয়েছে। নতুন নক্শার মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে বাইপাস সড়কের নির্মাণকাজ কি কারণে এবং কার স্বার্থে বন্ধ রাখা হয়েছে তা এলাকাবাসীর বোধ গম্য নয়। তারা পুরানো নক্শায় বাইপাস সড়কের কাজ সমাপ্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ