বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা: গতকাল শুক্রবার জুমার নামাজের খুতবা ও নামাজ পড়ানোর মধ্য দিয়ে ছাগলনাইয়া জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদরাসার পুনঃনির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহতামিম প্রখ্যাত মুফতি আল্লামা আবুল কাসেম নোমানী। ১৫ ও ১৬ ফেব্রæয়ারি দুই দিনব্যাপী ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার ৬০তম বার্ষিক মাহফিল ও ১২ সালানা দস্তারবন্দী ইসলামী মহাসম্মেলন মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। ৬০তম বার্ষিক মাহফিল ও ১২ সালানা দস্তারবন্দী আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম দেওবন্দ
মাদরাসার মুহতামিম প্রখ্যাত মুফতি আল্লামা আবুল কাসেম নোমানী। ছাগলনাইয়া ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদরাসার মুহতামিম মাওঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও মুঈনে মুহতাতিম আল্লামা জুনাইদ বাবু নগরী,আল্লামা নরুল ইসলাম আদীব, আল্লামা মুফতি সাঈদ আহমদ, ড. মাওলানা আফম খালিদ হোসেন, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা কেফায়েত উল্যাহ, ও মাওলানা আখতার হোসেন প্রমুখ। ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি ফারুক হোসেন’র উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথি মুফতি আবুল কাসেম নোমানী তার বক্তব্যে বলেন, ইহুদী খ্রিষ্টানরা যুগে যুগে মুসলমানদের শত্রæতা করেছে, ইংরেজ পাদ্রিদের ভারত উপমহাদেশে নিয়ে এসে মুসলিমদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ মাদরাসা প্রতিষ্ঠা হওয়ায় এ মাদরাসার মাধ্যমে ভারত উপমহাদেশের মুসলিম জাহানে আলো প্রজ্জ্বলিত হয়। তিনি আরো বলেন, অনেক সাধনা ও প্রতিকুলতা কাটিয়ে একটি বস্তির মধ্যে এ দেওবন্দ মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্বে যত মাদরাসা রয়েছে সকল মাদরাসা দারুল উলুম দেওবন্দ মাদরাসার সন্তান বলে উল্লেখ করেন আবুল কাসেম নোমানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।