Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক এমপি মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) থেকে তিনবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য সকলের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ্ব আলতাফ হোসেন গোলন্দাজের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ইং সনের ১৭ফেব্রƒয়ারি তিনি ঢাকায় ইন্তেকাল করেন। এছাড়াও মরহুম আলতাফ গোলন্দাজ উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৯১থেকে ২০০১ সনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী থেকে তিনি বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মরহুমের দ্বিতীয় ছেলে ময়মনসিংহ-(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। মরহুম গফরগাঁও উপজেলা সদরের আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা। মরহুমের মৃত্যু বার্ষিক উপলক্ষ্যে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এক বিশাল অলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মরহুমের ছেলে জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এ ছাড়াও মরহুমের গ্রামের বাড়ি বাগুয়া, রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল ও জেএম সিনিয়র মাদরাসায় পৃথক ভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে অনুরুপভাবে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে দিনব্যাপী মিলাদ মাহফিল ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এমপির একান্ত সচিব মোহাম্মদ মাসুদ হোসেন সোহেল জানান, প্রতি বছরের মতো এবারের ও ব্যাপক কর্মসুচীর মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হবে। দিনব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে পৌরশহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে মিলাদ মাহফিল, কাঙ্গালীভোজ, কোরআনখানী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন মরহুমের ছেলে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ