Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবির মাধ্যমে যেন মানুষ এবং জীবনের কথা বলে এমন ছবি তুলতে হবে : রাসিক মেয়র

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, শুধু ফটোগ্রাফী নয়, ছবির মাধ্যমে যেন মানুষের এবং জীবনের কথা বলে এমন ছবি তুলতে হবে। বাল্যবিবাহ এর কুফল এবং অল্প বয়সে মা হলে কি সমস্যাগুলো হয় সেগুলো ছবির মাধ্যমে তুলে ধরার জন্য তাদের পরামর্শ দেন। গতকাল রাসিকের শরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত রাজশাহীতে ফটোগ্রাফী প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ ও সিটি এলাকার পুকুর, খাল, আশে পাশের বিল অকাতরে ভরাট এবং শুকিয়ে যাওয়ার ফলে রাজশাহী অনেক শুস্ক হয়ে পড়েছে। এছাড়াও জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী এ পরিবর্তন ভয়াবহ আকারে দেখা দিয়েছে। এই সমস্যা হতে পরিত্রাণ পেতে হলে প্রতিটি এলাকায় সবুজের সমারহ করতে হবে। এর জন্য বাড়ির আনাচে কানাচে এবং ফাঁকা স্থানে এমনকি বাড়ির ছাদে টবে করে গাছ রোপনের জন্য পরামর্শ প্রদান করেন মেয়র। সেই সাথে রাজশাহীকে গ্রীন সিটি, ক্লীন সিটি, এডুকেশেন সিটি ও হেলদি সিটি হিসেবে গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। বক্তব্য শেষে মেয়র প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠোপোষক ছায়ার দীন মোহাম্মদ, মাছ রাঙা টিভির সাংবাদিক গোলাম রাব্বানি ও ট্রেড কর্পোরেশনের প্রডাক্ট ম্যানেজার রাশেদ রফিক রুপোমসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ